জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সোস্যাল ডেভলপমেন্ট অর্গারনাইজেশনের পক্ষ থেকে প্রাণঘাতি করোনায় কর্মহীন ২ শতাধিক পরিবারের মাঝে নগদ প্রায় আড়াই লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
প্রতি বছর সামাজিক সংগঠন সোস্যাল ডেভলপমেন্ট অর্গারনাইজেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করা হলেও এবছর বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাসে প্রভাবে দিনমজুর, শ্রমজীবি দরিদ্র পরিবার গুলো কর্মহীন হয়ে পড়ায় তাদের পাশে দাঁড়িয়েছে সোস্যাল ডেভলপমেন্ট অর্গারনাইজেশন।
সংগঠনের পৃষ্টপোষক জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের বাসিন্দা ফজলুল হক, যুক্তরাজ্য প্রবাসী সাইদুল হক, নজরুল হক, এনামুল হক, আইনুল হক, জামানুল হক, জিয়াউল হকের পরিবারের অর্থায়নে প্রায় আড়াই লাখ টাকার অর্থ সহায়তা রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়।
এসময় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা ডা: ছদরুল ইসলাম, আজকের স্বদেশ ডটকমের সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, সোস্যাল ডেভলাপমেন্ট অর্গানাইজেশনেরর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. রেজাউল হক (এলএলএম), জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহেল তালুকদার,
সংগঠনের স্থায়ী কমিটির সদস্য হাফিজ আব্দুল হাই, মহা-সচিব সালমান খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. জমিরুল হক সবুজ, জগন্নাথপুর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জুয়েল আহমদ, সমাজ সেবক শেখ মুসা, শেখ লিটন, ছাত্রলীগ নেতা আব্দুল হক, শেখ আবু তাহের, আব্দুল কাইয়ুম, সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন রানীগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।