ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলগাও নিবাসি কুলাউড়া উপজেলা আল-ইসলাহ’র সিনিয়র সহ- সভাপতি জনাব আব্দুল ওয়াহিদ আবুল শুক্রবার রাত ৮,৫০ মিনিটের সময় উনার সিলেটের বাসায় ইন্তেকাল হয়েছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল শনিবার সকাল ১১ ঘটিকায় উত্তর চাতল গাওঁ উনার বাড়ির সম্মুখে অনুষ্ঠিত হইব।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- আমরা তাহার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা একজন ইসলামের খাদিমকে হারিয়ে মর্মাহত।
উল্লেখ্য – আব্দুল ওয়াহিদ আবুল কুলাউড়া উপজেলা আল-ইসলাহ’র অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।