হলিবিডি প্রতিনিধিঃ কলারোয়া সীমান্তে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ৩৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। তবে ওই অভিযানে বিজিবি কাউকে আটক করতে পারেনি।
চান্দুড়িয়া বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া বিওপি ক্যাম্পের বিজিবি জোয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গোয়ালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় চোরাকারবারীরা বিজিবি জোয়ানদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত বস্তা তল্লাশি করে ৩৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ক্যাম্পের নায়েক সুবেদার সাজেদুর রহমান ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।