বিশেষ প্রতিনিধিঃঃ মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকাণ্ডে দরিদ্র এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া গ্রামে মানিক দেবের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে হঠাৎ বসতঘরে আগুন লেগে যায়। এতে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরের বিভিন্ন জিনিসপত্র। বাড়ির লোকজনের চিৎকার শোনে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাজনগর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক ও স্থানীয় ইউপি সদস্য দেলওয়ার হোসেন বাবলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৌলভীবাজার ফায়ার স্টেশনের লিডার শাহিন আহমেদ বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল দূরে হওয়ায় আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বাড়ির আসবাবপত্রসহ বেশ কিছু জিনিস পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা জেনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ওই পরিবারকে সহায়তা করবো। খবর শোনেই আমি ইউপি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি। আগামীকাল সকালে ঘটনাস্থল পরিদর্শনে যাবো