করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জীবন দিলেন আরও দুই পুলিশ সদস্য। করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা ডিএমপি’র এএসআই মোঃ আবদুল খালেক ও কনস্টবল মোঃ আশেক মাহমুদের অকাল মৃত্যুতে সিলেট মেট্রোপলিটন পুলিশ শোকাহত।
জনগণকে সেবা দিতে গিয়েই জীবন উৎসর্গ করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসআই মোঃ আবদুল খালেক ও কনস্টবল আশেক মাহমুদ। গতকাল জীবন উৎসর্গ করেন কনস্টবল মোঃ জসিম উদ্দিন।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত তাঁরা দেশের কল্যাণ ও জনগণের সেবায় কাজ করে গেছেন। তাঁরা আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, তা বাংলাদেশ পুলিশ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আল্লাহ তাঁদেরকে জান্নাতুল ফিরদউস দান করুন।