সিলেট প্রতিনিধি :: খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম (ইউকে) সিলেট জেলার নেতৃবৃন্দ।
বুধবার (২৯ এপ্রিল) সংগঠনের সভাপতি রুহুল ইসলাম মিঠু, সাধারন সম্পাদক ডা. আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের বিদেহি আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বার্তা দিয়েছেন।
শোকবার্তায় তাঁহারা বলেন, বাংলাদেশের অগ্রগণ্য প্রকৌশলী ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। স্বাধীনতার পর থেকে দেশের ভৌত অবকাঠামোগত উন্নয়নে অবিরাম কাজ করে গেছেন তিনি। একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষকের মৃত্যুতে দেশ ও জাতি এক সূর্যসন্তানকে হারালো এবং সিলেট হারালো তাঁর আপনজন। তাঁর বিস্তৃত কর্মপরিধি ও বর্ণাঢ্য কর্মময় জীবনের জন্য তিনি দেশ ও জাতির একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন।