এমরান আহমেদ (ফেঞ্চুগঞ্জ) সিলেটঃঃ বিশ্ববাসী করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে বর্তমান সংকটকালীন মুহুর্তেও জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি হেনু মিয়া নিজ জনপদের অসহায় কর্মহীন পরিবারে পাশে দাঁড়ালেন ।
পৃথিবীর অনেক দেশে বসবাসরত বাংলাদেশি সিলেটিদের নিয়ে গঠিত প্রাচিনতম সংগঠননের অন্যতম জালালাবাদ এসোসিয়েশন। যার ধারাবাহিকতায় গঠিত জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স। এই অর্গানাইজেশন ,যে কোন দুর্যোগ দুর্ভোগে বিগত সময়ের ন্যায় এবারও #Covid-19 এ অসহায় মানুষের পাশে দাঁড়িছে। জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি হেনু মিয়া র উদ্যোগ ও একান্ত প্রচেস্টায় অসহায় মানবতার কল্যাণ্যে তিনি নিজে ব্যক্তিগতভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাঁর এই সংগঠনও।
নিজ জন্মভূমির স্থানীয় জনপদের অসহায় গরীব ও বিশেষ করে বর্তমান #Covid-19 এ বিপদগ্রস্তদের পাশে থাকাটা দায়িত্ব মনে করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষনায় হোম কোয়ারেন্টাইনে থাকা ও লকডাউনের কারনে গরীব অসহায়দের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের অগণিত কর্মট, কর্মযোগ্যদের কর্মহীন হয়ে পড়াতে, এসব পরিবারের মানুষের জীবনমান আজ মানবেতর ভাবে কাটছে।
ফ্রান্সের ব্যবসায়ী হেনু মিয়ার পক্ষ থেকে ২৮ এপ্রিল ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ৩নং ঘিলাছড়া ইউনিয়নের উত্তর ও দক্ষিন আশিঘর গ্রামের যথাক্রমে ১-ও ২নং ওয়ার্ড এলাকার এমন ১০০ একশত টি পরিবারের মধ্যে নগদ পাঁচশত টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা সহায়তাভূগিদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌছে দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি মো: রুকুনুজ্জামান চৌধুরী,ও হেনু মিয়ার ছোটভাই কুটি মিয়া সহ শেখ কামরান আহমদ।