শোক নিউজ :: প্রকৌশল জগতের এক কিংবদন্তি , একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
এক শোক বার্তায় বদরুল ইসলাম শোয়েব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশ হারালো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৌশল বিজ্ঞানী আর সিলেট হারালো তাঁর আপনজন। তাঁর বিস্তৃত কর্মপরিধি ও বর্ণাঢ্য কর্মময় জীবনের জন্য তিনি দেশ ও জাতির একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন।