এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেটঃঃ
করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে ফেঞ্চুগঞ্জ বাজারে হু হু করে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য চাল, ডাল ,পেঁয়াজ, রসুন, ডিমসহ নিত্যপণ্যের বাজার বেসামাল হয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যবসায়ীকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার ২৭ এপ্রিল উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ, এসময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অতিরিক্ত রাখার দায়ে চারটি দোকানে মোট পঁচিশ হাজার টাকা জরিমানা আদায় করেন।
করোনা ভাইরাস এর ঝুঁকি এড়াতে সরকারের সতর্কতামূলক বিভিন্ন দিক নির্দেশনা জারি হওয়ার পর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য মানুষ বাজারে হুমড়ি খেয়ে পড়ে। আর এই সুযোগকে কাজে লাগায় অসাধু মজুতদার কিছু ব্যবসায়ী। তারা ঘণ্টায় ঘণ্টায় বাড়াতে থাকে চাল,ডাল, ডিম, দুধ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিয়াজ, রসুনসহ প্রয়োজনীয় পণ্যের মূল্য
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ বলেন, জনসাধারণের অভিযোগের পেরি প্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে চার জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। প্রতিনিয়ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।