-হিলারী হিটলার আভী
হর্ম্য উঠেছে স্বর্ণ শিখরে
সব শ্রমিকের বিন্দু বিন্দু ঘামে
ধনী—দীনের বৈষম্য গর্জেছে
সব সুখ কিনছে উচ্চ দামে!
করণি কবরী সাজিয়েছে
ঐ শ্রাবস্তীর কারুকার্য দিয়ে
বেলা শেষে ফিরেছে আশ্রমে
পূর্ণ যৌবনের—ভাটার গান নিয়ে!
কুকুর—শকুন—শৃগাল, চর্ম—অস্থির
শ্মশান—ভাগাড়ের নিমন্ত্রিত দর্শক
সুসভ্য ভোগীরা হয়েছে আজ—
নির্মম—শীতল সভ্যতার এক ধর্ষক!
প্রস্তর শপথে—অর্ণবকে বলেছি—
তৃর্ণ খেয়ে রক্ত মোদের তপ্ত
এখন প্রভাত—চলবে অগ্নি খেলা
যতক্ষণ না জয় হবে দিক সপ্ত!