-কবি সনাতন কুন্ডু
আশঙ্কার এই জীবন এখন চারিদিকে শুধু ভয়
যাবে সরে দুঃখের কালো মেঘ একদিন নিশ্চয়।
এই পৃথিবী হবে সুখের স্বর্গ সরে মৃত্যুর যন্ত্রনা
শত্রু নিধনে করবো যুদ্ধজয় সবাকার প্রার্থনা।
আসবে সাহস মনের মাঝে গড়বো সুস্থ জীবন
ভরবে হাসি খুশির কলরবে মোদের সাধের ভুবন।
হোক্ না কঠিন বিদায় বেদনা যাবে সরে একদিন
উঠবে গড়ে সোনালী বিশ্ব যত খুশি লয়ে অমলিন।
আমাদের আছে শক্তি সাহস হবে শত্রুর পরাজয়
বিপদের জাল ছিঁড়ে পৃথিবী হবে নিরাপদ আশ্রয়।
নিস্তব্ধতাকে ভেঙ্গে একদিন দেখবো সবই চলমান
আসবে কর্মে ব্যস্ততা সবার খুশিতে ভরবে মনপ্রাণ।
লাগবে কানে সুমিষ্ট যতসব পাখিদের কলতান
দূর হবে আছে জমা করা যত রাগ, মান অভিমান।
হবে অবসান দুঃখের এই বিশ্বে চিরসুখ শুধু রবে
অশান্ত এই পৃথিবী ঘুরে ফিরে আবার শান্ত হবে।
বিপদ মুক্ত হবই আমরা থাকবো না কোনো ধন্দে
জনপ্লাবনে রাস্তাঘাট সবই ফিরবে পুরানো ছন্দে।
একঘেয়েমি নেবে বিদায় জানি ফুটবে মুখে হাসি
আশা হবে শুরু মোদের সবার পথচলা পাশাপাশি।