-সূর্যকন্যা তপতী (তপতী দাস)
প্রখর গ্রীষ্মের মত তোমার রাগ
বর্ষার প্লাবনের মত তোমার প্রেম।
শরতের নীল আকাশের মত তোমার উদারতা
হেমন্তের পাকা ফসলের রঙে রাঙা তোমার উষ্ণতা।
হু হু করে কাঁপা শীতে আমাকে জড়িয়ে ধরা
বসন্তের দূত হয়ে আমার মনেব কাছে আসা।
তবু মনে হয় তোমাকে পারিনে চিনিতে
এত চেনা তুমি,
তবু তুমি হারাও আমার অচেনা জগতে।
সেখান থেকে দু’হাত বাড়িয়ে বলি তোমায়
বন্ধু চেনো কি আমায়…..?
প্রতিধ্বনি ফিরে আসে হৃদয়ের মাঝে
যেখানে তুমি আমি যাই হারিয়ে,
দূরে…বহু দূরে… চেনা অচেনার অচিনপুরে।