হলিবিডি প্রতিনিধিঃ চিতলমারীতে করোনার সংক্রামণ ঠেকাতে ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষদের করোনা দুর্যোগে জরুরী মানবিক খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।
এর ধারাবাহিকতায় সোমবার সকালে উপজেলার হিজলা ইউনিয়ন ও চিতলমারী সদর ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে এ মানবিক খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। তার পক্ষে মানবিক খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান মিলন, আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ ও হিজলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আজমীর আলী। ভিক্ষুকদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।