পারভেজ কলাপাড়া(পটুুয়াখালী) প্রতিনিধি ঃ দেশের জনপ্রিয় টিভি চ্যানেল মাইটিভির ১১ তম বর্ষে পদার্পন উপলেক্ষে মাইটিভি চেয়ারম্যান নাসীর উদ্দিন সাথীর পক্ষ থেকে দেশে চলমান দুর্যোগ মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় আতঙ্কে থেকে বাচতে অর্ধশতাধিক কর্মহীন হয়ে গৃহবন্দী অসহায় মানুষের মাঝে মাহে রমজানের উপহার তুলে দেয়া হয়েছে।রবিবার সকাল থেকে অসহায়,দুস্থ্য এবং সামাজিক অবস্থানের কারনে কোথাও হাত পাততে পারেন না এমন ঘরবন্দী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার উপকরন পৌছে দেয়া হয়। এছাড়া অর্থাভাবে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না এমন অসহায় ব্যক্তিদের হাতে মাইটিভির চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন মাইটিভির কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল। এসময় মাইটিভি পরিবারের পক্ষ থেকে ১ কেজি করে ছোলা বুট, চিনি, চিড়া, খেজুর, মুড়ি এবং ৫০ গ্রাম ভুষি বিতরণ করা হয়।মাইটিভির কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল বলেন, করোনা মহামারির কারণে প্রতিষ্ঠা বার্ষিকী পালন না করে অসহায় দিনমজুর খেঁটে খাওয়া মানুষের জন্য সামান্য খাদ্যসামগ্রী বিতরণ করতে পারায় নিজেকে ধন্য মনে করছি। তিনি আরও বলেন, এই সকল অসহায় মানুষের জন্য সর্বদাই মন কাঁদে।কলাপাড়া পৌর শহরে বসবাসরত অসহায় পরিবারের পাশে দাড়ানোর জন্য মাইটিভির চেয়ারম্যান নাসীর উদ্দিন সাথীকে আন্তরিক ধন্যবাদ এবং কলাপাড়া পৌরসভার পক্ষ থেকে কৃজ্ঞতা প্রকাশ করেছেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।