নিজস্ব প্রতিবেদকঃঃ নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই কলবাখানি এলাকার ৪৫ নং বাসায় এক নারীর করোনা পজিটিভ ধরা পড়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া তার শারীরিক অবস্থা কিছুটা ভালো থাকায় আপাতত তাকে বাসাতেই হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. সুশান্ত মহাপাত্র। অবস্থা খারাপের দিকে গেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন- ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার ওই নারীর করোনা পজিটিভ ধরা পড়ার পর তাকে আপাতত বাসাতেই রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবেন।