মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিন থানাধীন মতলব দক্ষিন নায়েরগাঁও ইউনিয়ন একটি গুরুত্বপূর্ন অর্থনৈতিক এলাকা ও জনবহুল স্থান। এখানে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ কাজ-কর্ম, কৃষিজাত কাজ, কৃষি পন্য বিপনন বা বাজারজাত করন ও অন্যান্য কাজ সংগঠিত হয়ে থাকে। এখানে উল্লেখিত গ্রামগুলো বিশেষ করে আশ্বিনপুর (ঐতিহাসিক গুরুত্বপূর্ন গ্রাম), শিবপুর ও টেমাই’র রাস্তাঘাট গুলো অনেক ভয়াবহ অবস্থায় রয়েছে। যার ফলে এই গ্রামগুলোর সর্বসাধারণের জন্য যোগাযোগ ব্যাবস্থা এমনকি গুরুত্বপুর্ণ অবস্থায় যাতায়াতেও হচ্ছে নানা জটিল সমস্যা
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নেরের মানুষ এটাকে মরন ফাদ বলেও উল্লেখ্য করেন। দেখা যায় আশ্বিনপুর হতে টেমাই শিবপুরের রাস্তাটি ক্ষয় হয়ে এমন আকার ধারন করেছে যে গাড়ি চলাচলে কঠিন সমস্যার মুখে পড়তে হয়। যত দিন যাচ্ছে রাস্তার অবস্থা অবনতি হচ্ছে। এই রাস্তা দিয়ে ভোরবেলা হতে গভীর রাত পর্যন্ত শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। যখন যানবাহনের মাধ্যমে চরে চলাচল করে তখন যাত্রীদের জীবন ঝুকিতে নিয়ে চলতে হয়। এই রাস্তার মধ্যে প্রতিনিয়তই হচ্ছে মারাত্মক দুর্ঘটনা। ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং পঙ্গু হচ্ছে অনেক মানুষ। গাড়ি চলার সময় ড্রাইভারদের হিমশিম খেতে হয় কারন কখন যেন গাড়ি উল্টিয়ে পরে। অনেক সময়ই গাড়ি নিয়ে যেতেও চাননা চালকরা। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন সর্ব শ্রেনীর মানুষজন।
স্থানীয় জনগন বলেন, “এই রাস্তা মেরামতের এখন সময়ের দাবি।” গাড়ির মালিক এবং সাধারন জনগন যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি করেন যেন অতি দ্রুত এই রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করে গড়ে তোলা হয়। রাস্তার পথচারি ও আশেপাশের যাতায়াত করা তারা বলেন, “আমরা স্থানীয় প্রতিনিধি ও সরকারি উপর মহলের কাছে জোর দাবি করি যেন দ্রুত এমন সমস্যার সমাধান করা হয়। রাস্তাটি সংস্কার করলে এলাকাবাসির অর্থনৈতিক, সামাজিক ও সকল প্রকার যোগাযোগের প্রভুত উন্নতি হবে।”