এমরান আহমেদ (ফেঞ্চুগঞ্জ) সিলেটঃঃ ফেঞ্চুগঞ্জের প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি ফেঞ্চুগঞ্জ ডটকম’র সহকারী সম্পাদক হিসাবে নিয়োগ পেলেন ফেঞ্চুগঞ্জের সাংবাদিক আহাদ আম্বিয়া খোকন।
তিনি ২১ এপ্রিল মঙ্গলবার ‘ডেইলি ফেঞ্চুগঞ্জ ডটকম’র সম্পাদক/প্রকাশক রাজা সায়মন’র স্বাক্ষরিত একটি বার্তায় নিয়োগ পেয়েছেন ।
কুয়েত প্রবাসী সাংবাদিক আহাদ আম্বিয়া খোকন দীর্ঘ দিন থেকে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া’র ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
এক প্রক্রিয়ায় ‘ডেইলি ফেঞ্চুগঞ্জ ডটকম’র সম্পাদক’ রাজা সায়মন’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক আহাদ আম্বিয়া খোকন বলেন- ২০০০ সাল থেকে তিনি সাংবাদিকতার সাথে জড়িত। প্রিয় সাংবাদিক রাজা সায়মন’র অনুপেরনায় ও ভালোলাগা থেকেই আজও আমি সাংবাদিকতার জগতে মাথা উচু করে দাঁড়িয়ে আছি।
‘ডেইলি ফেঞ্চুগঞ্জ ডটকম’কে বস্তুনিষ্ট সংবাদ প্রচারে ফেঞ্চুগঞ্জের দেশ-বিদেশের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন সাংবাদিক আহাদ আম্বিয়া খোকন।