নোভেল করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে ভারতের সামরিক বাহিনী বিভাগ সেনা, নৌ ও বিমান বাহিনীকে সবরকম মূলধনী তথা অস্ত্র কেনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
বাজেট কমানো হতে পারে এই আশঙ্কায় সশস্ত্র বাহিনীকে বলা হয়েছে তার আধুনিকায়ন পরিকল্পনা মতো এখন অস্ত্রশস্ত্র কেনাকাটা করা যাবে না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ কথা জানায়।
সশস্ত্র বাহিনী তার অস্ত্রভাণ্ডার আধুনিকায়ন করার পরিকল্পনা অনুযায়ী বহু ধরনের প্লাটফর্ম কেনার বিভিন্ন পর্যায়ে রয়েছে।
যেমন ভারতীয় বিমান বাহিনী ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল জঙ্গিবিমান এবং রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য মূল্য পরিশোধ প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ট্যাঙ্ক, কামান ও এসল্ট রাইফেল সংগ্রহ করছে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে ২৪টি মাল্টিরোল হেলিকপ্টার সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে নৌবাহিনী।