বাগেরহাটের মোরেলগঞ্জ প্রাণঘাতি করোনা ভাইরাসে সচেতনতায় সার্বিক বিষয় নিয়ে আলোচনায় বাগেরহাট জেলার দায়িত্বরত বেসরকারি বিমান পরিবহন ও পর্যাটন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক শনিবার দুপুর ১টায় বলেছেন, করোনা সচেতনতায় করনীয় বিষয়ে সংবাদকর্মীদেরও সমাজে অগ্রাণী ভূমিকা পালন করছেন।
কর্মহীন মানুষের খাদ্যসামগ্রী সহায়তার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সচেতনতামূলক পর্যায়ক্রমে শিতলতা আনতে হবে। সেক্ষেত্রে সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন তিনি। এ সময় তার সাথে ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার পংস্কজ কুমার রায়, জেলা সির্ভিল সার্জন মো. হুমায়ুন কবির, পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ।