দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তারের কারণে আর্থিকভাবে সমস্যায় পড়া দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ ট্রেনিং কলেজ (পিটিসি), টাঙ্গাইলের উদ্যোগে দুই দফায় পার্শ্ববর্তী ভাতকুড়া ও ছাওয়ালী এলাকায় দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত ৪৫০ টি পরিবারের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। সহায়তা সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তেল,আলু,পিয়াজ, চিড়া,চিনি,ছোলা,খেজুর ও সাবান। এ ছাড়াও এসব পরিবারকে করোনা প্রতিরোধের জন্য বিভিন্ন বিষয়ে সচেতন ও সতর্ক করে পুলিশ৷
এমন দুর্যোগের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তারা বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ ছাড়াও পুলিশের আহ্বানে সাড়া দিয়ে এসব পরিবারের সদস্যরা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং চলাচলে সামাজিক দূরত্ব মেনে চলাবেন বলে জানান।
টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। সেই লক্ষ্য অর্জনের জন্য দেশের প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
সর্বদাই জনগণের পাশে, বাংলাদেশ পুলিশ।