মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকারের ঘোষিত সাধারণ ছুটিতে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখা যাবে।
এর আগে গত বৃহস্পতিবার শুধুমাত্র ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার যে নির্দেশনা দেয়া হয়েছিল- তা প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার রাতে ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
সচিব বলেন, আমরা এর আগে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখায় নির্দেশনা দিয়েছিলাম। এখন সেটি প্রত্যাহার করে নিয়েছি। এখন সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস প্রয়োজনে খোলা রাখা যাবে।
ইউসুফ হারুন আরও বলেন, ওইসব সরকারি দফতরের মাঠ পর্যায়ের অফিসগুলোও সীমিত পরিসরে খোলা রাখা যাবে বলেও নির্দেশনা দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত সাধারণ ছুটিকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সীমিত পরিসরে খোলা থাকবে।