খুলনা মহানগর পুলিশ কর্তৃক গল্লামারী বাজারে করোনা ভাইরাস বিস্তার রোধে গৃহীত পদক্ষেপসমূহ –
১. বাজারের প্রবেশ পথে সাবান দিয়ে হাত ধৌত করার ব্যবস্হা করা হয়েছে।
২. ক্রেতার সুবিধার্থে বাজারের প্রবেশ পথে বাজার মূল্য সম্বলিত বোর্ড দেওয়া হয়েছে।
৩. বাজারে প্রবেশ এবং বাহির হওয়ার জন্য আলাদা আলাদা রাস্তা রাখা হয়েছে।
৪. বাজারের ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মাস্ক এবং সুরক্ষা শতভাগ নিশ্চিত করা হয়েছে।
৫. বাজারে প্রবেশের প্রত্যেক গলির মুখে বাজার কমিটি কতৃক নিয়োগপ্রাপ্ত সেচ্ছাসেবক নির্দিষ্ট ইউনিফর্মে দায়িত্ব পালন করছে।
৬. বাজারে নির্দিষ্ট সময় পর পর জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে।
এছাড়াও সার্বক্ষণিক খুলনা মহানগর পুলিশ কর্তৃক সামাজিক দুরত্ব নিশ্চিতসহ সার্বিক বিষয়ে মনিটরিং চলমান রয়েছে।