মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ মতলব উত্তরে সুজাতপুর অক্সফোর্ড একাডেমিতে পরিত্যাক্ত রুমে পাওয়া সেই মৃত কাকলির মাথাবিহীন পাওয়া লাশের পরিত্যাক্ত মাথাটি উদ্ধার করেছে মতলব উত্তর থানাপুলিশ। পুর্বেই উল্লেখিত সেই মৃত দেহটি পঁচা অবস্থায় পঁচিশ দিন পর বল খেলতে যাওয়া কিশোরদের মাধ্যমে লোকজন যানতে পারে। ঘটনাস্থল থেকে মতলব উত্তর থানাপুলিশ বাহিনী কর্তৃক লাশটি পরিক্ষার জন্য নিয়ে যায়। তারপর সম্মানিত ও সু-চতুর আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী সঠিক তৎপরতা অব্যাহত রাখে খুনিদের ধরার জন্য।
এদিকে করোনার মত অস্বস্তিকর ও ভয়াবহ অবস্থার মধ্যেই মতলব উত্তর থানাপুলিশের তৎপরতায় গলাকাটা স্কুলছাত্রী কাকলির (বয়স ১৫ নবম শ্রেনীর ছাত্রী) ঘাতক প্রেমকিকে সন্দেহ ভাজন ভাবে প্রথমে আটক করা হয়। তারপর তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোপন তথ্য বেরিয়ে আসে, তার তথ্যের ভিত্তিতে স্কুলছাত্রীর মাথাটি আজকে সুজাতপুর বাজার সংলগ্ন খাল (তৃপ্তি হোটেল এর নিচে) থেকে উদ্ধার করে আলামত সংগ্রহ করেন মতলব উত্তর থানা পুলিশ!!
যেহেতু পাওয়া খুনিদের সুত্র মোতাবেক মাথাটি পাওয়া গেছে তাই স্থানীয় সকলের আশা আইনের মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িত আরো অন্যান্য যারা আছে সবাইকে অতি শীঘ্রই আইনের অধীনে আনতে পারবে বলে আশা পোষন করেন।
আমরা মতলব দক্ষিনের সর্বসাধারণের পক্ষ থেকে যারা মেয়েটি কে নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রতি তীব্র নিন্দা জানাই , এবং তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি/ ফাঁসি কার্যকর করা হোক এই দাবি করি। মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করি।