ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশে আটকে পড়া ১৭৭ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। এর আগে ২১ এপ্রিল ২৬৪ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ত্যাগ করেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মূলত বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে এ উদ্যোগ নিয়েছে। ২১, ২৩, ২৫ ও ২৬ এপ্রিল চারটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে। প্রত্যেক যাত্রীর জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ৬০০ পাউন্ড করে।