এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেটঃঃ চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। এ অবস্থায় শ্রমিক সঙ্কটে থাকা এলাকাগুলোতে ধান কেটে কৃষককে সহায়তা করছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা ও সিলেট ৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ‘র পরামর্শে বৃহস্পতিবার ২৩ এপ্রিল ফেঞ্চুগঞ্জের গাড়লি ছড়া বিলে কৃষক আব্দুল খালিকের ধান কেটে দিল ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহরাব হোসেন জুনেল জুনেল এর নেতৃত্বে
ধান কাটায় অংশ নেন ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হৃদয় অধিকারী, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ন-সম্পাদক সৌরভ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক দীপ ভৌমিক ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, প্রমুখ।
ধান কাটা শেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহরাব হোসেন জুনেল জানান- আমরা আমাদের সংগঠনের কেন্দ্রীয় নির্দেশে এবং আমাদের নেতা মাহমুদ উস সামাদ চৌধুরীর অনুপ্রেরণায় আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আগামীতেও কৃষকদের পাশে থাকব। আর ছাত্রলীগ শুধু এই মহামারীতেই নয় আপনারা দেখে থাকেন প্রতি বছরও এরকম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে আসছে।