এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেটঃঃ চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। এ অবস্থায় শ্রমিক সঙ্কটে থাকা এলাকাগুলোতে ধান কেটে কৃষককে সহায়তা করছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। এরি ধারাবাহিকতায় সিলেটের ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীরা হাকালুকি হাওরের কৃষকের জমির ধান কেটে দিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ফযরের পর থেকে হাকালুকি হাওরে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ও ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের একদল স্বেচ্ছাসেবী তরুণরা ধান কেঁটে, বেড়ে দিয়ে ঘরে নিয়ে যান কৃষকের।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদিক জানান, ফেঞ্চুগঞ্জের সবচাইতে বেশী বোরোধান হয় হাকালুকিতে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ কৃষকদের পাশে থাকার জন্য। ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক ও সিলেট -৩ আসনে সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী’র পরামর্শক্রমে ফেঞ্চুগঞ্জের কৃষকদের পাশে থাকবে ছাত্রলীগ। কৃষকের মুখের হাসিটা এখনো চোখে লেগে আছে।
ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী বাভেল বলেন – কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশক্রমে আমরা কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকে। স্থানীয়দের মাধ্যমে শ্রমিক সংকটের খবর পেয়ে সেখানে কাঁচি-মাথাল নিয়ে হাজির হই। যেকোন দুর্যোগ, ক্রান্তিলগ্নে সাধারণ মানুষ ছাত্রলীগকে পাশে পেয়েছে। এবারও করোনা মোকাবিলায় জনগণ ও বোরো মৌসুমে কৃষকদের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি।’
ধান কাটায় অংশ নেন ○ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ. এম. ফারহান সাদিক, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী বাভেল , মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুল ইসলাম নিরব, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ইমন আহমদ, যুগ্ন- সাধারণ সম্পাদক রোমান আহমদ, ইয়াসিন আরাফাত শুভ, ফারুক আহমদ, রুশমত আহমদ, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত আহমদ ও রাজন আহমদ, মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা মামুন, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক সজিব আহমদ , শাহিন আহমদ সহ অন্যান্যরা