হলিবিডি প্রতিনিধিঃ ভারতের চেন্নাইয়ে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে গিয়ে আটকে পড়া ১৬৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ৩টা ১৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে তারা দেশে এসে পৌঁছান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০ এপ্রিল ভারতের চেন্নাইয়ে থেকে ১৬৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা থেকে চেন্নাই ও কলকাতায় ৮টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৬টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল ২টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালিত হবে।
এদিকে ভারতের দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশেষ ফ্লাইটি আগামী শুক্রবার (২৪ এপ্রিল) ভারতে যাবে।