আব্দুল হাই আল হাদী : আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জটিল রোগের আক্রান্তদের চিকিৎসার জন্য ৬ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে জগন্নাথপুরের বিভিন্ন এলাকার ১২ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে প্রত্যেক কে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
চেক প্রদানকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউইনও) মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন উপস্থিত ছিলেন।