মোঃ ইদু খান, বিশেষ প্রতিনিধিঃ
মরণব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে লক্ষাধিক মানুষ মারা গেছেন। সে অনুযায়ী করোনা প্রতিরোধ ও প্রতিকার করার লক্ষ্যে মোহনগঞ্জ উপজেলা ৬নং শুয়াইর ইউনিয়ন, কুলপতাক ৪ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকরা এক জরুরী মতবিনিময়ের আয়োজন করেন ।
সেচ্ছাসেবীরা বলেন, আগামীকাল থেকে আমরা মাঠ পর্য়ায়ে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। প্রত্যেকের বাড়িতে ঘরের সামনে হাত ধোয়ার সাবান পানি রাখতে অনুরোধ করবো। করোনার ভয়াবহতা নিয়ে কথা বলবো। প্রতিদিন ৩/৪ গ্লাস গরম পানি খাওয়ার অনুরোধ করবো।
আধুনিক থার্মোমিটার দিয়ে প্রতিদিন তাপমাত্রা পরীক্ষা করবো। তাপমাত্রা বাড়লে প্রাথমিক চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা করবো। সমস্যা বেশি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শরনাপন্ন হবো। আর যারা ইতোমধ্যে বিদেশ, নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে এসেছে তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নিব।
বাজারে কম যাওয়ার ও লোকালয়ে না যাওয়ার অনুরোধ করবো। যোগ্য ব্যক্তিকে ত্রান পেতে সহায়তা করবো। যার যার সামর্থ্য অনুযায়ী হত দরিদ্রদের সাহায্য করার অনুরোধ করবো।