খুলনায় করোনার উপর্সগ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।মৃতদের একজন রূপসা উপজলোর রাজাপুর গ্রামের বাসিন্দা এবং অন্যজন নগরীর লবণচরা এলাকার বাসিন্দা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুর রহমান জানান, সকাল পৌনে ৯ টার দিকে এক পুরুষকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা গেছেন। মারা যাওয়া ্্যক্তির করোনার লক্ষণ থাকায় তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মৃতের স্বজনরা জানান, নুরুজ্জামান খান পাঁচ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট এবং ডায়রিয়ায় ভুগছিলেন। তিনি অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছিলেন।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার ভোর ছয়টার দিকে যক্ষায় আক্রান্ত এক নারী মারা গছেনে। তাঁর শ্বাসকষ্ট ছিলো। সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।