সরকারি আদেশ অমান্যকরণ, সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে খুলনার বিভিন্ন উপজেলায় ৭ জন ব্যক্তিকে সাড়ে ৬ হাজার টাকা এবং খুলনা মহানগরীতে ৪ জন ব্যক্তিকে ১১ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দÐবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় জেলায় ১১ জন ব্যক্তিকে মোট ১৭ হাজার ৫শ’ টাকা অর্থদÐ প্রদান করা হয়।
জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয়। অভিযানে সহায়তা করেন সেনা সদস্য, র্যাব, পুলিশ ও আনসারের সদস্যগণ। করোনা সংকট মোকাবেলায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত¡াবধানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিদেশ-ফেরত ব্যক্তিগণের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সেনা সদস্য সহযোগে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, মোঃ মিজানুর রহমান, মোঃ ইসমাইল হোসেন এবং মোঃ রাকিবুল হাসান। এছাড়াও খুলনার ডুমুরিয়া, কয়রা, পাইকগাছাসহ বিভিন্ন উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণ টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।