মোঃ ইদু খান, বিশেষ প্রতিনিধিঃ মরণব্যাধি করোনা ভাইরাসে সারাবিশ্বে মহামারীর প্রার্দুভাবে যখন বাংলাদেশে সংক্রমনব্যাধিতে পরিণত হয়েছে, ঠিক সেই সময়টাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে এক ভাষনে দেশের প্রতিটি মানুষকে নিরাপদে ঘরে থাকার আহবান জানান। দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে খালিয়াজুরী উপজেলার ছাত্রলীগ নেতা আতিকুর রহমান খায়রুলের পক্ষ থেকে মেন্দিপুর ইউনিয়নের কলাপাড়া গ্রামে প্রায় ৫০ টি পরিবারের মাজে চাল, ডাল খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করেন।
এ বিষয়ে আতিকুর রহমান খায়রুল বলেন,এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে লক্ষাধিক মানুষ মারা গেছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সবাই ঘরে আছেন নিরাপদে আছেন। তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি তা নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। আমি সমাজের বিত্তবান মানুষকে অনুরুধ করি আপনারা সবাই এই দুর্দিনে অসহায় দিনমজুর গরীব মানুষের পাশে দাড়ান।