মেহেরপুর অফিসঃমেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন নিজে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করণের কাজ অব্যাহত রেখেছে। মেহেরপুর পৌরবাসীর উদ্দেশ্যে পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন- করোনা ভাইরাস সচেতনতায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মাঝে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন নিজে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেয়ার কাজ অব্যাহত রেখেছে।
শনিবার (১৮ এপ্রিল-২০২০) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার কর্মহীন হয়ে পাড়া ৪ শতাধিত অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোন মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। মেহেরপুর পৌরবাসি ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে।