হলিবিডি প্রতিনিধি ঃবিএনপির বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ফরিদপুর ২ (নগরকান্দা,সালথা ও কৃষ্ণপুর)আসনের গনমানুষের নেতা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক , শহিদুল ইসলাম বাবুল এর বাড়িতে সালথা, নগরকান্দা থানা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে ১২শত পরিবারের জন্য কমপক্ষে এক সপ্তাহের মানবিক খাদ্য সহায়তা- হস্তান্তর করেছে।
সাথে এলাকার চিকিৎসক ও সেবা সংস্থার লোকজনের জন্য কিছু ‘পিপিই’ বন্টন করা হয়েছে। এলাকার প্রয়োজনীয় ব্যক্তি ও অসহায় মানুষেরাই এই সহযোগীতা পাবেন।