করোনাভাইরাস ছড়িয়ে দেয়া নিয়ে চীনকে দোষারোপ করে আসছিল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। এবার উহানের ভাইরাস গবেষণাগারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে পড়েছে। এনিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ছবিতে দেখা গেছে, প্রায় ১৫০০ ধরণের মহামারির ভাইরাস রাখা একটি রেফ্রিজারেটরের সিল ভাঙ্গা রয়েছে। সেখানে থাকা এই ভাইরাসগুলোর মধ্যে রয়েছে বাদুর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসও। Ad by Valueimpression ছবিটি ২০১৮ সালে প্রথম প্রকাশ করে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা চায়না ডেইলি। গত মাসে আবারো এই ছবিটি টুইটারে প্রকাশ করে তারা। কিন্তু সেই ছবিতে একজন কমেন্ট করেন, আমার রান্নাঘরের ফ্রিজের সিলও এর চেয়ে ভাল। পরে ছবিটি সরিয়ে নেওয়া হয়। এদিকে ওই ছবি নিয়ে বিভন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এমন ব্যবস্থা থেকে সহজেই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে মানবদেহে। চলমান কোভিড-১৯ মহামারিও হয়ত এমন কোনো লিক থেকেই ছড়িয়েছে। ডেইলি মেইল।