স্টাফ রিপোর্টার :: করোনাভাইরাসে দেশেও অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় কর্মহীন, অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে ফেঞ্চগঞ্জ উপজেলার কচুয়া বহর ও মির্জাপুর এলাকায় মরহুম ‘হাজী মন্তাজ আলী ফাউন্ডেশন’র উদ্যোগে ১৭ এপ্রিল (শুক্রবার) ৩৫০ পরিবারকে বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশন’র চেয়ারম্যান, সমাজ সেবক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বি এন পি’র সাধারন সম্পাদক তসলিম আহমেদ নীহার।
কর্মহীন মানুষের মাঝে দিনব্যাপী এ খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন- সমাজ সেবক ছালেক আহমেদ, গিয়াস উদ্দিন, হাফিজ শাহরিয়ার নাজিম, সুলতান মান্না, জফুর আলী, মিজান মিয়া, সাব্বীর আহমেদ, মুতাক্কির আহমেদ- প্রমুখ।