হাফিজুল ইসলাম লস্কর :: বাংলাদেশের তুমুল জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব্য, দেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি আল্লামা জুবায়ের আহমদ আনসারী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। শনিবার সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লামা জুবায়ের আহমদ আনসারী দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। তিনি ২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ৩ ছেলে, ৪ কন্যা সন্তানের জনক ছিলেন।
বাংলাদেশসহ বহির্বিশ্বে তুমুল জনপ্রিয় এ বক্তা দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে দেশ-বিদেশে ওয়াজের মাধ্যমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন। তিনি আকর্ষণীয় কোরআন তেলাওয়াত ও চমৎকার কোরআনের তাফসিরের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন।
আল্লামা জুবায়ের আহমদ আনসারী (রহ.) জামিয়া রাহমানিয়া বেড়তলা, সরাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের দায়িত্ব পালনের পাশাপাশি প্রচুর মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।