এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেটঃঃ
গত এক সপ্তাহ ধরে সিলেটের ফেঞ্চুগঞ্জের আওতাধীন হাকালুকি হাওরসহ আরও বিভিন্ন হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। করোনাভাইরাস আতঙ্কের কারণে কৃষি শ্রমিক সংকট থাকায় অনেক কৃষক জমির পাকা ধান কাটতে বিপাকে পড়েছেন।
এ অবস্থায় জেলার ফেঞ্চুগঞ্জ এলাকায় বোরো ধান কাটতে মাঠে নেমেছেন কৃষকেরা। শুক্রবার ১৭ এপ্রিল দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরসহ আরো অন্যান্য হাওর এলাকা ঘুরে দেখা যায় কৃষকদের ধান কাটতে। কৃষকরা জানান, প্রতিবছর বোরো ধান কাটার মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে কৃষি শ্রমিকরা হাওরে আসতেন। কিন্তু, করোনাভাইরাসের কারণে এবছর এখনো কোন কৃষি শ্রমিক না আসায় অনেক কৃষক জমির পাকা ধান নিয়ে বেকায়দায় পড়ে গেছেন।
কৃষকরা আরো জানান, আগামী এক সপ্তাহের মধ্যে জমির ধান কাটতে না পারলে অনেক ধান নষ্ট হয়ে যেতে পারে। অন্যান্য জাতের ধান আগামী ৮/১০ দিনের মধ্যে কেটে শেষ করতে হবে। তা না হলে হাওরে পানি চলে আসতে পারে। কেননা, বোরো ধান কাটতে প্রায়ই বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয় কৃষককে।