পারভেজ,কলাপাড়া(পটুুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়ায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত স্টাফদের মাঝে নোভেলা করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন উপকরণ সামগ্রি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পিপিই, মাক্স, হ্যান্ড গ্লস , হ্যান্ড সেনিটেইজার, সাবান, বিলিং পাউডার বিতরণ করা হয়। ১১৪ পটুয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এসব সামগ্রী বিতরণ করেন। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইলিয়াস খান রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, সিপিপি সহকারী পরিচালক মো.আছাদ উজ্জামান খান, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, প্রিন্ট ও ইলেক্টোনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।