এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেটঃঃ
করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করায় লকডাউন জনিত কারনে হোমকোয়ারেন্টাইনে থাকা বিপদগ্রস্ত পরিবারের পাশে দাড়ালো সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুবকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপ।
বুধবার ১৫ এপ্রিল গ্রুপের পক্ষ থেকে সহায়তাভূগীদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফেঞ্চুগঞ্জ বার্তার প্রকাশক সাইফুল্লাহ আল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রুকুনুজ্জামান চৌধুরী, ব্যবসায়ী মাসুক মিয়া সমাজসেবক ফখরুল ইসলাম, মো: দুলাল আহমদ, আব্দুর রব, নজরুল ইসলাম, শিক্ষক মাহাতাব উদ্দিন প্রমুখ।