মহসিন রেজা ফ্রান্স প্রবাসীঃঃ
সারা দেশে স্কুল,কলেজ,মাদ্রাসা, ইউনিভার্সিটি সহ সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ(জরুরী সেবা ব্যতীত)। তাই সকল শ্রেণী পেশার মানুষ আজ বেকার। যেহেতু দেশে এখন পুরো বুরো মৌসুম, সেহেতু চাকরিজীবী ভাইয়েরা চাইলে আমাদের কৃষক ভাইদের পাকা ধান কাটতে সহায়তা করতে পারেন। এটা কোনো প্রেস্টিজ ইস্যু হবে না।
শিক্ষিত সমাজ চাইলে সব কিছুতে এগিয়ে আসতে পারেন। দেশের এই ক্রান্তিকালে শিক্ষিত সমাজের ভুমিকা অপরিসীম। যারা পারে তারা সব ই পারে। মনে রাখবেন, করোনা এতো সহজে হয়তো পৃথিবী থেকে যাবে না। তাই, আগামী দিনগুলোতে প্রচুর খাদ্য সংকট দেখা দিতে পারে। এজন্য সকলের বাড়ির আশেপাশে, ছাদে, টবে, পরিত্যক্ত জায়গায় এখনই সবজি চাষ করুন। যেখানে পারেন কিছু একটা রোপন করেন। বাঁচতে হলে খেতে হবে, আর খেতে হলে রোপন করতে হবে। তবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে।