ভারতের কাছে দুই ধরনের সাগরভিত্তিক ক্ষেপনাস্ত্র বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এগুলোর দাম ১৫৫ মিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত ১০টি এজিম-৮৪এল হারপুন ব্লক-২ জাহাজ বিধ্বংসী ক্ষেপনাস্ত্র ও ১৬টি এমকে ৫৪ লাইটওয়েট টর্পেডো কিনতে চায়। প্রথম প্যাকেজের দাম ৯২ মিলিয়ন ডলার। আর দ্বিতীয়টির ৬৩ মিলিয়ন।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির (ডিএসসিএ) ওয়েবসাইটে এই বিক্রি অনুমোদনের কথা ঘোষণা করা হয়েছে। তবে এই ঘোষণাই চূড়ান্ত নয়। কংগ্রেস অনুমতি দেয়ার পর বিক্রি নিয়ে আলোচনা শুরু হবে। তখন মূল্য ও সংখ্যা পরিবর্তন হতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়ার দেশটি সফর করে যাওয়ার পর এই বিক্রির ঘোষণা দেয়া হলো।
দুটি অস্ত্রই ভারতের কাছে থাকা পি-৮ মেরিটাইম সারভেইল্যান্স এয়ারক্রাফট বহরে সংযোজন করা হবে। ডিএসসিএ জানায়, এগুলো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র বাহিনীর সঙ্গে ভারতের ইন্টারঅপারেবিলিটি জোরদার করবে। ভারত তার এই বর্ধিত সামর্থকে আঞ্চলিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে এবং দেশের প্রতিরক্ষা শক্তিশালী করতে ব্যবহার করবে।
হারপুন ক্ষেপনাস্ত্র তৈরি করে বোয়িং। অন্যদিকে টর্পেডোর নির্মাতা রায়থেয়ন। দুটি চুক্তির ক্ষেত্রেই বাণিজ্যিক অফসেটের প্রয়োজন হবে। প্রক্রিয়ার শেষ দিকে এ ব্যাপারে আলোচনা হবে।
২০২০ সালে এটা ভারতের কাছে যুক্তরাষ্ট্রের চতুর্থ দফা অস্ত্র বিক্রি অনুমোদন। এর আগে ১ বিলিয়ন ডলারে এমকে নেভাল গান সিস্টেম ও ১.৮৬৭ বিলিয়ন ডলারে ইনটিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি অনুমোদন করা হয়েছে।
২০১৭ অর্থবছরের শুরু থেকে ভারতের সঙ্গে ১০টি অস্ত্র বিক্রি চুক্তি অনুমোদন করে যুক্তরাষ্ট্র। সবগুলো চুক্তির মূল্য প্রায় ৭.৮৫ বিলিয়ন ডলার।