হলিবিডি প্রতিনিধিঃঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরা যাবার পথে মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় ৫৫ জনকে আটক করে মাগুরা যৌথ বাহিনী। তাদের বাড়ি সাতক্ষীরাসহ দক্ষিনাঞ্চলের অন্যান্য জেলাগুলোতে।
নারায়নগঞ্জ জেলার বিভিন্ন ইটের ভাটায় কাজ করতো তারা । গোপনে ট্রাকের মধ্যে বসে ঝিনাইদহ পর্যন্ত যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।
মঙ্গলবার(১৪ এপ্রিল) বেলা ১১ টায় মাগুরা ভায়না এলাকায় ট্রাকভর্তি মানুষ আটকের ঘটনাটি ঘটে।
সদর ইউএনও জানান, বেলা এগারটায় মাগুরা পাইকারী কাঁচা বাজার সংলগ্ন মহাসড়ক দিয়ে একটি চলমানরত অবস্থায় ট্রাক চোঁখে পড়ে। ট্রাকের চারপাশে কিছূ মানুষের উৎসুক মাথা দেখতে পাওয়া যায়। সন্দেহ হলে আমি থামতে বলি,কিন্তু থামানোর কথা শূনে ট্রাকের গতি বাড়তে থাকে। সেটি ভায়না মোড়ের দিকে দ্রুত চলা শুরু করে। তখন আমরা গাড়ি নিয়ে তাদেরকে ধরতে চেষ্টা করি। ভায়না মোড়ের দিকে যেতে অবশেষে তারা ট্রাকটি স্থানীয় ফিলিংষ্টেশনে থামিয়ে দেয়।
পরে ট্রাকের ভেতর থেকে মোট ৫৫ জন দরিদ্র মানুষকে বের হয়ে আসতে দেখা যায় । পালিয়ে আসা মানুষ এবং ট্রাকের ড্রাইভারের ভাষ্যমতে তারা নারায়নগন্জ থেকে আসছে এবং মাগুরা হয়ে ঝিনাইদহ পর্যন্ত তাদের গন্তব্য। এজন্য জন প্রতি ট্রাক ড্রাইভারকে ভাড়ার অতিরিক্ত ৬ হাজার টাকা চৃুক্তি হয়।
পরে ট্রাকে থাকা সবাইকে স্যানিটাইজ করা হয় এবং মাগুরা থেকে শালিখা উপজেলায় পৌঁছে দেয়া হয়।
উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সেখান থেকে বিপুলসংখ্যক মানুষ নিজের জেলায় ফিরে যাচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ থেকে ফিরে যাওয়া অনেকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে দূরে থাকাই এখন পর্যন্ত সেরা উপায় বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তাই অন্য অনেক দেশের মত বাংলাদেশ সরকারও প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। অনেক জেলা থেকে বের হওয়া এবং ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ তেমনি দুটি জেলা।