বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা সংকট মোকাবেলার লক্ষ্যে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে এবার বৈশাখী উৎসব উদযাপন করেছে সিলেটের বিশ্বনাথ থিয়েটার। এবছর ছাড়া প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতি বছর আনুষ্ঠানিকভাবে বাংলা নববর্ষ উদযাপন করে আসছে বিশ্বনাথ থিয়েটার।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সামাজিক দুরত্ব বাজায় রাখার জন্য পৃথকভাবে ৫০টি কর্মহীন পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় থিয়েটারের কর্মীরা। বিতরণকৃত খাদ্যসামগ্রীর তালিকায় ছিল জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তৈল, ১টি সাবান ও ২০০ গ্রাম হুইল পাউডার।
খাদ্যসামগ্রী বিতরণে পৃথকভাবে অংশ নেন বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি ইশতিয়াকুর রহমান, বর্তমান সভাপতি আনহার আলী, সদস্য আহমেদ জুয়েল, শফিক রুহিন প্রমুখ।
এব্যাপারে বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী জানান, প্রতি বছর বৈশাখীতে পান্তা-ইলিশ পরিবেশন, নতুন পোশাক ক্রয় এবং বিভিন্ন অনুষ্ঠান করে থাকি আমরা। আর এবার সেই টাকা দিয়ে ৫০টি কর্মহীন পরিবারে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। এর আগে আরও দুই বছর প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করেছিল বিশ্বনাথ থিয়েটার। এই মহুর্তে করোনা সংকটে সচেতনতার বিকল্প নাই। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।