ব্যুরো অফিস সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জ তাহিরপুর লকডাউন অমান্য করে অযথা রাস্তায় ঘোরাফেরা করার কারণে সুনামগঞ্জের তাহিরপুরে তিনজনকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাদাঘাট বাজারে ও আনোয়ারপুর এলাকায় দুই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম। এতে সহযোগিতা করেন বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ।
অভিযানে সরকারি বিধি নিষেধ অমান্য করে মোটরসাইকেলে একের অধিক যাত্রী বহন করায় এক ব্যক্তিকে ৫ শ’ টাকা অর্থদণ্ড এবং বিধি নিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা করায় অপর ব্যক্তিকে ৩ শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে সরকারি আদেশ অমান্য করে চলাফেরা করার অপরাধে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। প্রসঙ্গত, গতকাল রোববার সুনামগঞ্জে প্রথম কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। যার বাড়ি দোয়ারাবাজার উপজেলার। ওই নারীর বয়স ৫০ বছর। এ ঘটনার পর বিকেলে সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।