বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা স্বপন কান্তি দাস সপুর উদ্যোগে ও তার পিতা তরনী কান্ত দাস এবং তার পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া স্থানীয় দেড় শতাধিক গরীব, অসহায়, দিনমজুর পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ইউপি সদস্য স্বপন কান্তি দাস সপুর বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ইউপি সদস্য স্বপন কান্তি দাস সপু, তার পিতা তরনি কান্ত দাস সহ তাদের পরিবারের অন্যান্য সদস্য গন উপস্থিত ছিলেন।