হাফিজুল ইসলাম লস্কর, সিলেট : দেশের দুর্যোগময় মুহুর্তে করোনা ভাইরাসে প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ফ্রি চিকিৎসা সেবা নিশ্চিত করনের লক্ষ্যে বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য সোসাইটি ও শেখ রাসেল জাতীয় সমাজ কল্যান সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনার অনুমতি চেয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির সভাপতি বরাবর সংস্থা দুটির পক্ষে আবেদন করেছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য সোসাইটির সাধারন সম্পাদক ডা. মুজিবুর রহমান।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় টিম লিডার হিসেবে থাকবেন, ডা. জাকিয়া তাবাসসুম বাধঁন, ডা. সবিত কুমার দাশ, ডা. মো. আবুল হক, ডা. আক্তার হোসেন, সুমন কান্তি দত্ত, ডা. গিয়াস উদ্দীন, ডা. জাফর হোসেন খাঁন, ডা. পান্না লাল ধর, ডা. সেলিম আহমদ চৌধুরী প্রমুখ।