রেজওয়ান অাহমদ সুজন,ওমান :: মরনঘাতী করোনায় ওমানে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অতীতের সকল রেকর্ড অতিক্রম করে একদিনে করোনা আক্রান্ত ১২৮ জন।
ওমানে গত ২৪ ঘন্টায় ১২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ওমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২৭ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৪ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪ জন আক্রান্ত রোগী মারা গেছেন।
ওমানের বসবাসরত সকল নাগরিক ও প্রবাসীদের জন্য করোনাভাইরাস ( কোভিড-১৯) পরিক্ষা ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে ঘোষনা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, ওমানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের মাঝে করোনা লক্ষণ বুঝতে পারলে অবিলম্বে কোভিড-১৯ পরিক্ষা করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশি কমিউনিটি নেতারা।