এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেটঃঃ কোভিড-১৯ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সামগ্রী শুকনো খাবার কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী।
১২ এপ্রিল রোববার দুপুরে প্রচন্ড রোদের মধ্যে এবং করোনাভাইরাস প্রতিরোধে যখন সবাই ঘরের মধ্যে অবস্থান করছেন ঠিক তখনি দেখা যায় ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার শুকনো খাদ্য সামগ্রীর পোটলা হাতে করে নিয়ে ঘিলাছড়া ইউনিয়নের অসহায় কর্মহীন দারিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, সেই সাথে চেয়ারম্যান লেইছ চৌধুরী করোনাভাইরস থেকে আত্মরক্ষা জন্য সরকারের সতর্কতা মূলক বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জনগনকে অবহিত করছেন।
চেয়ারম্যান বলেন- ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার থেকে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির সহযোগিতা নিয়ে গরিব অসহায় দারিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পর্যাক্রমে সবাইকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করা হবে