রেজওয়ান আহমদ সুজন, ওমান :: ওমানের বসবাসরত সকল নাগরিক ও প্রবাসীদের জন্য করোনাভাইরাস ( কোভিড-১৯) পরিক্ষা ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে ঘোষনা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার ওমানের রাজধানী মাস্কাটের মাতরাহ শহরে কোভিড-১৯ পরিক্ষা করতে বিপুল সংখ্যক ওমানী ও প্রবাসী নাগরিকের উপস্থিতি দেখা যায়। মাতরাহ শহরে করোনা পরিক্ষা জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে চারটি অস্থায়ী পরীক্ষাকেন্দ্র। যেখানে প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত কোভিড-১৯ পরিক্ষা করা হবে। এছাড়া সকল সরকারি হাসপাতাল ও এলাকা ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও বিনামূল্যে করোনা পরিক্ষা করা হচ্ছে।
মন্ত্রণালয়ে বিবৃতিতে বলা হয় যাদের জ্বর, কাশি, ফ্লু, গলা ব্যথা বা শ্বাসকষ্টের সম্যসা রয়েছে তাদের নিজ নিজ দায়িত্বে মাতরা কোভিড -১৯ স্ক্রিনিং পয়েন্টে অথবা এলাকা ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে করোনা পরিক্ষা করতে । মন্ত্রণালয়ের পক্ষ থেকে বসবাসকারী সকল ওমানি ও প্রবাসী নাগরিকদের প্রানঘাতী করোনা পরিক্ষা করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, করোনা পরিক্ষার জন্য প্রবাসীদের অাইডি কার্ড ( বতাকা) প্রয়োজন নেই। বৈধ-অবৈধ সবার জন্য বিনামূল্যে পরিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, ওমানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের মাঝে করোনা লক্ষণ বুঝতে পারলে অবিলম্বে কোভিড-১৯ পরিক্ষা করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশি কমিউনিটি নেতারা।
সর্বশেষ তথ্য অনুযায়ী ওমানে করোনায় মোট আক্রান্ত ৫৪৬, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। যাদের মধ্যে একজন প্রবাসী নাগরিক ও ২ জন ওমানি নাগরিক রয়েছেন।